নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
‘সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত সভায় জেলার শিল্পপতিসহ বিভিন্ন পর্যায়ের কয়েকশত ব্যবসায়ী অংশ নেন।
এ সময় বক্তারা সময়মতো নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানান। শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের ১০ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়। বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে বলে জানান ভ্যাট বিভাগের কর্মকর্তারা। ভ্যাট আইন না জানা থাকায় ভ্যাটের প্রতি অনেকের ভয় রয়েছে, ভ্যাট আইন জানলে ভয় থাকবে না বলেও জানান তারা।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপকমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, যুগ্ম কমিশনার মো. রিয়াজুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া।



