শেরপুরে ৮ দলীয় জোটের মনোনয়ন ঘিরে উত্তাপ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-০৫ (ধুনট-শেরপুর) আসনে ৮ দলীয় জোটের সম্ভাব্য মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। জোটভুক্ত দল বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. দবিবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু বর্তমানে মাঠে তুমুল ব্যস্ত সময় পার করছেন।
দু’জনেই বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ভোটারদের সাথে মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু ইতোমধ্যে ধুনট-শেরপুরে কয়েক দফা শক্তিশালী শোডাউন করে নির্বাচনী মাঠ আরও চাঙা করে তুলেছেন। তার এই প্রচারণায় দলীয় নেতা–কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
অন্যদিকে জামায়াতের প্রার্থী আলহাজ্ব মো. দবিবুর রহমানও নীরবে-নিভৃতে নিজের অবস্থান সুদৃঢ় করতে মাঠে সক্রিয় রয়েছেন। এলাকায় ভোটারদের সাথে ধারাবাহিক যোগাযোগ আর সংগঠনের নিবিড় কাঠামোর ওপর ভর করে তিনি মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন।
জামায়াত এবং ইসলামী আন্দোলনের কয়েকজন সমর্থকের সাথে কথা বলে জানা যায়, জোটের সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত। তারা বলেন, “যদি ৮ দলীয় জোট হয়, তবে যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা ভোট দেবো। জোটের প্রার্থীই আমাদের প্রার্থী।”
এখন ধুনট-শেরপুরের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন— ৮ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন কার ঝুলিতে যাবে? প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু নাকি আলহাজ্ব মোঃ দবিবুর রহমান?
মনোনয়ন ঘোষণার অপেক্ষায় এলাকাজুড়ে চলছে নানা জল্পনা–কল্পনা, আর নির্বাচনী মাঠও ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে।



