বগুড়ায় বেদেপল্লীতে হামলার ঘটনায় এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথম আরছেও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাপুড়ের নাম মো. শাকিল (২৫)। তিনি ঢাকার সাভারের বিপ্লবের ছেলে। বিষয়টি গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাশেদ নামে স্থানীয় এক যুবককে চোর সন্দেহ আটক করে বেদেরা। পরে সকালে রাশেদের আত্মীয়স্বজনরা বেদে পল্লীতে যেয়ে রাশেদকে ছিনিয়ে আনে এবং সেসময় বেদেদের সাথে তাদের মারপিট হয়৷ এক পর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়৷ এতে আরও দুজন গুরুতর আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। রাশেদের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।



