সিরাজগঞ্জে সালিসি বৈঠকে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে পারিবারিক বিরোধ মীমাংসায় বসা সালিসি বৈঠক রক্তাক্ত পরিণতি ডেকে এনেছে। সেখানে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ভ্যানচালক হারান আলী শেখ, বয়স ৫৫। তার ছেলে ইকবাল হোসেন বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। নিহত হারান আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, ১৫ দিন আগে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধায় ওই বিরোধ মেটাতে বুধবার বিকেলে সালিস বসে। বৈঠকের শেষ দিকে মেয়ের স্বামীর পরিবারের কয়েকজন হঠাৎ হামলা চালায়। গুরুতর আহত হারান আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে ইকবাল জানান, তার বোন শাপলা খাতুন ও বোনজামাই আবুল কালামের মধ্যে চলমান পারিবারিক বিরোধই সালিসের বিষয় ছিল। তিনি বলেন, বৈঠক প্রায় শেষ হওয়ার সময় আবুল কালামের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে বাবা, মা মরিয়ম বেগম, ভাগনে আলামিন, বোন শাপলা আর আমি আহত হই। বাবাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



