Logo
Logo
×

সারাদেশ

১৯ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু স্বাধীন

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

১৯ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু স্বাধীন

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১৯ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। মরিয়া সময় যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে উদ্ধারকারীদের সামনে। প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত গর্ত খুঁড়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করেছেন, শিশুটির দিকে পৌঁছানোর যে কোনো সম্ভাবনা ধরে রাখতে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় স্বাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশন থেকে রাতভর অভিযান চালায়। প্রথমে একটি, পরে আরও দুটি স্কেভেটর যুক্ত করে দ্রুত মাটি সরানোর চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। ভোরের আলো ফুটতেই উদ্ধারস্থলে ভিড় জমে শত শত মানুষের। কৌতূহলী এই ভিড় সামলাতে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বারবার ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস, কিন্তু ওপরে জমে থাকা মাটি আর খড়ের স্তর ক্যামেরার চোখ আটকে দেয়। দুপুরে শিশুটির কান্নার শব্দ পাওয়া গেলেও পরে আর কোনো সাড়া মেলেনি। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে পরদিন সকাল, সময় শুধু গড়িয়েছে; উদ্ধার হয়নি স্বাধীন।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষ, এখন সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন