“মার্চ ফর দাঁড়িপাল্লা”— কিশোরগঞ্জে জামায়াত প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়ার পক্ষে জনসমুদ্র
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়ার সমর্থনে “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আবহে জমে ওঠে। মিছিল শেষে পুরান থানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মিছিলটি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ এতে যোগ দেন। পথজুড়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়া, আর দুই পাশের জনতাও স্লোগান দিয়ে সাড়া দেন।
সমাবেশে বক্তৃতাকালে অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া বলেন, আমি বিশ্বাস করি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। যারা দেশে অস্থিতিশীলতা, সন্ত্রাস–নৈরাজ্য ও দুর্নীতিকে পোষণ করেছে—তাদের জনগণ ব্যালটে জবাব দেবে।
ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করে না; বরং ইসলামভিত্তিক রাজনৈতিক দর্শনের ভিত্তিতেই কাজ করে। নির্বাচনী সময়ে আবেগকে কাজে লাগিয়ে কৃত্রিম পরিস্থিতি তৈরি করাই প্রকৃত অর্থে ধর্মব্যবসা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।



