অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পরিশ্রম করে যাচ্ছে। অবৈধ অস্ত্রের ঝন-ঝনানি বন্ধের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
তিনি নরসিংদীতে সবজি, ফল-ফলাদি ও তরকারী উৎপাদনে চাষীদের ভূয়সী প্রংশসা করে বলেন, নরসিংদীর চাষীরা কঠোর পরিশ্রম করে প্রচুর পরিমাণ ফল-ফলাদি উৎপাদন করে এবং তা বেশির ভাগ বিভিন্ন দেশে রপ্তানী হয়ে থাকে। কিন্তু ফল-ফলাদি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় হিমাগার নায়। সবজি সংরক্ষণে ১০০ টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান।
এরআগে তিনি দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে শীঘ্রই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা রায়পুরা পূর্বে যেখানে টেঁটা ব্যবহৃত হতো, সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু সেখানে সন্ত্রাসী-অপরাধীদের আড্ডা অনেক বেশি, সেখানে কম্বিং অভিযনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, ১৯ জুলাই জেলখানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদী পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। ইতিমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে। কয়েদীদের মধ্যে বেশিরভাগ মাদকের আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে। নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনার পাশাপাশি পুলিশের মনবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেই সাথে পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধির তাগিদ দেন।
সাংবাদিকদের তিনি অনুরোধ করে বলেন, আপনারা সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বিশেষ করে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। সমাজ থেকে দুর্নীতি দূর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দুর্নীতি এবং মাদক নিমূল না করা পর্যন্ত সমাজে শান্তি আসতে পারে না।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ৬২ বিজিবি গাজীপুর ব্যাটালিয়ন লে. কর্নেল ইকতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি কয়েদীদের খোঁজ খবর নিয়ে কারা ঘুরে দেখেন।



