Logo
Logo
×

সারাদেশ

ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ একটি ট্রাক উদ্ধার হয়েছে। তবে এখনও এ ছিনতাই চক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘোগা সেতু এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সিটি গ্রুপের প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রাক। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর তেল বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের পথে উত্তরমুখী হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়ার মহাস্থানগড় ফুটওভার ব্রিজ এলাকায় পৌঁছালে রংপুরগামী লেনে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে। এরপর পাশের একটি হাইচ মাইক্রোবাসে থাকা ৭/৮ জন ছিনতাইকারী ট্রাকচালক ও সহকারীকে মারধর করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে চালক-হেলপারকে একই মাইক্রোবাসে তুলে নিয়ে রংপুরের দিকে চলে যায় তারা।

এদিকে হাইওয়ে পুলিশ জানায়, তথ্য পেয়ে দ্রুত তারা চেকপোস্টগুলোতে সতর্কতা জোরদার করে। হাইওয়ে পুলিশের তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা সয়াবিন তেল ভর্তি ট্রাকটি শেরপুরের ঘোগা সেতু এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও তেল বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। তবে এখনো কোনো ছিনতাইকারীকে গ্রেপ্তার করা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন