শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজু প্রামানিকের ৬ মাসের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. রাজু প্রামানিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এ দণ্ড প্রদান করেন।
জানা গেছে, রাজু প্রামানিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ (১) (গ) ধারার বিধান লঙ্ঘন করায় তাকে আটক করে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেট জানান, ‘মাদকবিরোধী অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।’
দণ্ডপ্রাপ্ত রাজুকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন।



