Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ৫ মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ৫ মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবীতে মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী। লিখিত বক্তব্যে তিনি দেশ ও দলসহ জনস্বার্থে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ কাউকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী বলেন, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে যদি ঘোষিত প্রার্থীকে যদি বাদ দেয়া না হয় তাহলে এই সংসদীয় এলাকার মানুষ যোগ্য ও উপযুক্ত প্রার্থী বেছে নিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে

তিনি আরও বলেন, মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আতাঁত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহিত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেয়া হয়েছে

২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু তাঁর বক্তব্যে মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে বলেন, তিনি একজন চিহ্নিত দুর্নীতিপরায়ন ও চাঁদাবাজ হিসাবে কিশোরগঞ্জের মানুষের কাছে পরিচিত।

জেলা সভাপতি শরীফুল আলমের প্রতি ইঙ্গিত করে রেজাউল করিম খান চুন্নু বলেন, শুধু তার কথাতেই মাজহারুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই এই মনোনয়ন বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম তাদের বক্তব্যে মাজহারুল ইসলামকে অযোগ্য উল্লেখ করে তার প্রার্থীতা বাতিল করে অন্য কাউকে প্রার্থী ঘোষণার দাবী জানান। অন্যথায় দাবী আদায়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। জেলা শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যাক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন