Logo
Logo
×

সারাদেশ

বগুড়া বিট পলিটেকনিক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

বগুড়া বিট পলিটেকনিক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি : যুুগেরচিন্তা

বগুড়া বিট (বিআইআইটি) পলিটেকনিক ইন্সটিটিউটে ২০২৪২৫ ও ২০২৫২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ডিসেম্বর) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। বক্তব্যে তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের আগমনে প্রতিষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, সময়ের মূল্যায়ন এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিভিল বিভাগের বিভাগীয় প্রধান সোহরাব আলী, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান আবু বাসার সরদার, টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান সানোয়ার হোসেন, ইলেক্ট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান বোরহান উদ্দিন এবং মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মেহেদি হাসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিবলি সাদিক, সিয়াম আলী ও মামুন তালুকদার।

অনুষ্ঠানে কম্পিউটার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও টেক্সটাইল টেকনোলজিসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন বিভাগের আট শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। নবীন বরণের পর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর কনক কুমার পাল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন