Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে নৌবাহিনী সদস্যের লাশ উদ্ধার

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

হাটহাজারীতে নৌবাহিনী সদস্যের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক নাবিকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।

সোমবার (৭ ডিসেম্বর) ভোরে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌ-বাহিনীতে সেইলর (নাবিক) হিসেবে কর্মরত দেলোয়ার ভোরের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় পথচারীরা ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, গত ২০১৩ সালে সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয়।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করেছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন