বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ, স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা চুন্নুর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
কিশোরগঞ্জ- ১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত দুই মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জেলা শহরের কালিবাড়ী মোড় থেকে রেজাউল করিম করিম খান চুন্নু ও খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে একটি বৃহৎ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন রোডে চুন্নুর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে নেতাদের সমর্থকেরা জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের কুশপুত্তলিকা দাহ করেন এবং গণজুতা নিক্ষেপ করেন। এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল হোসাইন, সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে স্লোগান দেন।
দীর্ঘদিন ধরে দলীয় মনোনয়নের আশায় গণসংযোগ করছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম করিম খান চুন্নু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। কিন্তু গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলে কিশোরগঞ্জ ১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
মনোনয়ন ঘোষণার পর মাজহারুল ইসলাম অন্যান্য নেতার বাসায় গিয়ে সহযোগিতা চান, তবে কারও কারও সঙ্গে দেখা হয়নি। অপরদিকে ঘোষণার পর থেকেই বঞ্চিত নেতারা বিক্ষোভ-সমাবেশ চালিয়ে আসছেন।
রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রেজাউল করিম করিম খান চুন্নু তীব্র সমালোচনার সুরে কিশোরগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলাম নৈতিকতা, শিক্ষা ও পারিবারিক অবস্থানে পিছিয়ে থাকা সত্ত্বেও অনৈতিক উপায়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। তিনি আরও দাবি করেন, মাজহারুল ইসলাম দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগের এক নেতার বাসায় থেকেছেন এবং দলীয় মামলার মুখোমুখি হননি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মনোনয়ন পাওয়া মো. মাজহারুল ইসলাম বলেন, বড় দলে বহু প্রার্থী থাকা স্বাভাবিক। দলের আস্থার কারণেই তিনি মনোনয়ন পেয়েছেন। রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছে। অযথা অস্থিরতা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবার উচিত অসুস্থ দেশনেত্রীর জন্য দোয়া করা এবং ঐক্যবদ্ধ থাকা।



