Logo
Logo
×

সারাদেশ

শুধুমাত্র অনৈতিক ও চোরাই পথ অবলম্বন করে প্রার্থীতা নিশ্চিত করেছেন মাজহারুল ইসলাম : চুন্নু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

শুধুমাত্র অনৈতিক ও চোরাই পথ অবলম্বন করে প্রার্থীতা নিশ্চিত করেছেন মাজহারুল ইসলাম : চুন্নু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম করিম খান চুন্নু বলেছেন, শিক্ষা-দীক্ষা, পারিবারিক অবস্থানসহ সবদিক দিয়ে তিনি পিছিয়ে থাকা সত্তেও শুধুমাত্র অনৈতিক ও চোরাই পথ অবলম্বন করে প্রার্থীতা নিশ্চিত করেছেন।

রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের স্টেশন রোডে নিজের ব্যাক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম করিম খান চুন্নু কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য, ও সাবেক স্পেশাল বিভাগীয় জজ হিসাবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেন। 

এসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম করিম খান চুন্নু বিএনপি ঘোষিত প্রার্থীর তীব্র সমালোচনা করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম করিম খান চুন্নু বলেন, যেনতেন প্রকারে মনোনয়ন আনতে পারলেও তিনি মানুষের মন জয় করতে পারবেন না। কারণ জনগণ আমার দিকে তাকিয়ে আছে। মানুষ আমাকে চায় বলেই আমি নির্বাচনে অংশ নিব এবং নির্বাচিত হব।

রেজাউল করিম করিম খান চুন্নু আরও বলেন, বিএনপির মনোনয়ন পাওয়া মাজহারুল ইসলাম গত ১৮ বছর আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ঘুমাত এবং সেখান থেকে উনাদের পরামর্শ নিয়ে দিনে বিএনপি করত। একটা মামলাও তার বিরুদ্ধে হয়নি। শুধু চাঁদা ও পয়সার জন্যই তার জীবন। বরন বাইরে তার কোন অস্তিত্ব নাই।

জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল ও মোঃ মাহবুবুজ্জামান তালুকদারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। 

সংবাদ সম্মেলনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারসহ পরিবর্তনের দাবিতে একটি মিছিল বের করেন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন