পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
খুলনার পাইকগাছায় বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষক বদিউজ্জামান জানাযায় হাজার হাজার জনতার অংশগ্রহণশেষে দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদালাপী শিক্ষানুরাগী ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু'র ভগ্নিপতি এস এম বদিউজ্জামান স্ট্রোক জনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
শনিবার জোহর বাদ তার কর্মস্থল ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি,জামায়াতসহ ইসলামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযায় খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব,পাইকগাছা - কয়রা নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ,জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।
জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার মঈনুদ্দিন আহমদ,সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব শাহাজাহান আলী,মুকতি মাওলানা আবুল কাশেম গুলামুল্লাহ, রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি ও বিএনপি নেতা জিএম মিজানুর রহমান,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লাল,আবু তালেব, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস,আব্দুল্লাহ আল মামুন, সরদার ফারুক আহমেদ, ইউপি সদস্য মসিয়ার রহমান মিলন,শিক্ষক আনিছুর রহমান,বাবর আলী গোলদারসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়য়ের শিক্ষকসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন। জানাযা শেষে শিক্ষক বদিউজ্জামান কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



