Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ন মহাসচিব ও সদর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপোষ করে নাই। দেশ মায়ের পরীক্ষায় তিনি ১০০ তে ৯৯ পায় নি, ১০০ তে ১০০ পেয়েছে। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিলাস বহুল জীবন যাপন করতে পারতেন। তিনি দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। তিনি ব্যক্তিগত ভোগ বিলাসকে তুচ্ছ মনে করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙ্গারু আদালতে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যাক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ছয়টি বছর বিনাকারণে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনী ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিসা নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আমরা দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম দিয়েছি। আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)  এর সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনি গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া রিটন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ূম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আউলাদ হোসেন মোল্লা, নাসির উদ্দিন, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন জন্টু সহ ব্যবসায়ীক, রাজনৈতিক, সুশীল সমাজ ও চেম্বারের পরিচালকবৃন্দ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  বিশেষ মোনাজাত পরিচালনা  করেন  মুফতি মাজহারুল ইসলাম মাজহারী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন