Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

শেরপুরে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভায় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “এই নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। তাই আসন্ন নির্বাচনে নেতাকর্মীদের সংশ্লিষ্ট প্রতিটি এলাকায় সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীসভায় অংশগ্রহণ করেন।

সভায় আগত নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন