রূপগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতিতে সেবা থেকে বঞ্চিত রোগীরা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা গত সাতদিন ধরে সেবা কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন। এতে করে প্রতিদিন ৫ শতাধিক রোগী এ সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে সেবাপ্রত্যাশীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মবিরতি পালন করছেন তারা।
দাবিগুলো হলো, ১৪ তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ, নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতি করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতি ক্ষেত্রে পরবর্তী ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতি পালন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি, মাকসুদুল হাসান, সাধারণ সম্পাদক সাহা আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম সাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিণীতা দাস, মনিরা আক্তার, সেলিনা আক্তার, আজমুদা আক্তার, সজীব মীর, মহাদেব বাবুসহ আরো অনেকে।
স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান বলেন, আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলায় ৪১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ক্লিনিকে সেবা দিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী পদে ৭০ জন রয়েছেন। কর্মবিরতির ফলে মা ও শিশুদের টিকা দান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা, জীবন আচরণ পরিবর্তনের জন্য উদ্বুদ্ধকরণ সেবা থেকে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী এবং সেবা গ্রহীতা বঞ্চিত হচ্ছেন।



