Logo
Logo
×

সারাদেশ

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে

রূপগঞ্জে রিসোর্টে চাঁদাবাজদের হামলা-ভাঙচুর

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

রূপগঞ্জে রিসোর্টে চাঁদাবাজদের হামলা-ভাঙচুর

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চার হাজার টাকা না পেয়ে একটি রিসোর্টে চাঁদাবাজরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়াই ওই রিসোর্টের দুই কর্মচারীকে বেধরক পেটানো হয়েছে। 

এই ঘটনায় গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সকালে ওই রিসোর্টের মালিক রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

এর আগে, গত এক ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের খানকুর এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে এ ঘটনা ঘটে। 

রিসোর্টের মালিক রিপন মিয়া জানান, খানকুর এলাকায় জঙ্গলবাড়ি নামে তার একটি রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে একই এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজিবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। 

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক ডিসেম্বর বিকেলে  মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ রামদা ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র সস্ত্রসজ্জিত হয়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা রিসোর্টে থাকা সিসি ক্যামেরা ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। বাধা দেওয়ায় রিসোর্টের কর্মচারী আকিব ও সানি নামের দুজনকে পিটিয়া আহত করা হয়। প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে আবারো হামলা করবে বলে হুমকি দিয়ে হামলা করে চলে যায়। এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যেহেতু মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেপ্তার করে মানুষ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন