Logo
Logo
×

সারাদেশ

দেশের সকল অর্জনের সঙ্গে জিয়া পরিবার জড়িত : জুয়েল

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

দেশের সকল অর্জনের সঙ্গে জিয়া পরিবার জড়িত : জুয়েল

বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে যতগুলো অর্জন হয়েছে, সেই অর্জনের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে লড়াই করতে করতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা  কামনায় বিএনপির দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, বাংলাদেশের সবচেয়ে আস্থার মানুষটিকে দলমত নির্বিশেষে, দেশ-বিদেশে অনেক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে অনেকেই নেত্রীর জন্য দোয়া করছেন। তারা উন্নত চিকিসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যেনো আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং বাংলাদেশের মজলুম মানুষের জন্য আবারো কাজ করার তৌফিক দান করেন।

বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবালের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঞা, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাকির হোসেন আকন্দ, হারুন অর রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাবো উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর, বেলাবো উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন