Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়: রিজভী

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

খালেদা জিয়ার রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ মুহূর্তে আমাদের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়, অন্যকিছু নয়। তিনি অনেক কিছু ত্যাগ করে, অনেক নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালোবেসেছেন এবং তাদের জন্যই এদেশে থেকেছেন। কোনো পরিস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। 

শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার সরদারপাড়া জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানের ফেরার বিষয়টি একটি পারিবারিক বিষয়। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি এটা নিয়ে ভাববেন না আর অন্য কিছু নিয়ে ভাববেন এটা পারিবারিক বিষয়। 

তিনি আরও বলেন, এদেশের গণমানুষের নেতা তারেক রহমান। তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন তিনি মনে করবেন যে তার আসার সময় হয়েছে তখনই আসবেন৷ 

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আজ শুধু সারাদেশ নয়, সারা বিশ্ব থেকে তার রোগমুক্তি কামনা করা হচ্ছে। এটিই প্রমাণ করে যে নেতা, নেত্রী মানুষকে ভালোবাসে মানুষ তাকে কখনও ভুলে না। "

তিনি বলেন, তাকে সরানোর অনেক চেষ্টা করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে পরিত্যক্ত কারাগারে ফেলে রাখা হয়েছে। তাকে নানাভাবে নিপীড়ন করে নির্যাতন করে বৈশ্বিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে করে তিনি আত্মসমর্পণ করেন। দেশনেত্রীর হৃদয়ে যে সাহস, অঙ্গিকার, মানুষের প্রতি যে ভালোবাসা সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতন তাকে টলাতে পারেনি।

এ সময় এক প্রশ্নের জবাবে রিজভী আরও বলেন, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন রমজানের পূর্বে নির্বাচন। বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। ফেব্রুয়ারির আগেই নির্বাচন সেখানে বিএনপির সকল প্রস্তুতি সম্পন্ন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন