দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের জন্য নির্বাচন করছি : হেদায়েতুল্লাহ হাদী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে দলের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী বলেছেন, পুরো বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ এবং হোসেনপুরও দুর্নীতিতে ছেয়ে আছে। এমপি থেকে শুরু করে পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমনকি একজন ইউপি মেম্বারও দুর্নীতি করছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের জন্য আমি কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নির্বাচন করেছি।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হেদায়েতুল্লাহ হাদী বলেন, দুর্নীতি উচ্ছেদের পাশাপাশি আগামী দিনে এই সমাজকে ইসলামী সমাজ করার জন্য ও খেলাফত রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের এই কথাটুকু মনে রাখতে হবে, আমরা কিন্তু অজ্ঞ নই। আমাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে। আমার মাঝে ওহীর এলেম আছে। আমরা সর্ব উৎকৃষ্ট কোরআনের এলেম নিয়ে আমরা চলি।
তিনি আরও বলেন, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এখানে যারা আছি, তারা কেউ তো আমরা এলাকার মেম্বার হব, কেউ তো এলাকার চেয়ারম্যান হব, কেউ তো এলাকার উপজেলার চেয়ারম্যান হব, যে যেখানে আছি সেখান থেকে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে রাজনৈতিক ময়দানে কাজ করে যাচ্ছি। আমি এই আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র ছিলাম।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মোকাররম হুসাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মদ মুযাক্কির হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ এবং বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ দিদারুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ শাহরিয়ার আলম।



