বগুড়ায় জোড়া খুন ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় নৃশংস জোড়া খুন ও তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার কাহালু উপজেলার মহেশপুর ও মঙ্গলবার বগুড়া সদরের নামাজগড় রেলগেট এলাকায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- হত্যা মামলার আসামি শাজাহানপুর উপজেলার সাবরুল মহল্লার মজিদ আকন্দের ছেলে মিজান (২৭) ও ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া সদর উপজেলার ওয়াজেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫)।
বৃহস্পতিবার বিকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর শাজাহানপুর উপজেলার সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় নৃশংসভাবে খুন হন সাগর তালুকদার ও স্বপন প্রামাণিক। এ ঘটনায় শাজাহানপুর থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ৬ নম্বর আসামি মিজান পালিয়ে কাহালু উপজেলায় আত্মগোপনে ছিলেন।
অপরদিকে, স্ত্রীকে গোপনে তালাক দিয়ে সংসার করছিলেন ফারুক। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়৷
তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



