চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে, দুই দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
চুয়াডাঙ্গায় শীত ক্রমেই প্রকট হয়ে উঠছে। মাত্র দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম।
ঘন কুয়াশা, সূর্যের দুর্বল উপস্থিতি এবং উত্তর দিক থেকে বইতে থাকা হিমেল বাতাস মিলিয়ে পুরো জেলায় স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। কর্মজীবী থেকে দিনমজুর সবাই পড়েছেন তীব্র শীতের চাপে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় রেকর্ড করা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসই চলতি মৌসুমের সর্বনিম্ন। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।



