Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

বাঞ্ছারামপুরে ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ছবি : সংগৃহীত

১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও এতে জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাহজালাল টিপু, জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোফরান মোস্তফা, মো. আলী পলাশ, আবদুল্লাহ আল মামুন, মমতাজ বেগম, কবির হোসেন, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, মো. মাইনুদ্দিনসহ উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নেতা।

শিক্ষক নেতারা বলেন, লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হয়েছে উপজেলার ১৩৯টি স্কুলের ৮৮৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।

একইসঙ্গে তারা বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে দাবি আদায়ের জন্য কাল থেকে স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দেবেন। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, তার খাতা মূল্যায়ন, ফলাফল প্রকাশ থেকে বিরত রাখাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন চললেও বাঞ্ছারামপুরে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। যদিও গত তিন দিন যাবত কর্মবিরতিতে রয়েছেন সহকারি শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাঞ্ছারামপুরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “কমপ্লিট শাটডাউন” বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হলো।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন