কালিয়াকৈরে পোশাক কারখানায় দুই দিনে তিন শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায় গত দুই দিনে ডায়রিয়া ও মাথাব্যথায় আক্রান্ত হয়ে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা মহাখালী কলেরা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী ও শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, সোমবার সকালে স্বাভাবিকভাবে কাজ শুরু হলেও সন্ধ্যার পর হঠাৎ কয়েকজন শ্রমিক গুরুতর ডায়রিয়ায় আক্রান্ত হন। তাঁদের সফিপুর তানহা হেলথ কেয়ারে ভর্তি করা হলেও তখন কারখানা বন্ধ ঘোষণা করা হয়নি।
মঙ্গলবারও একই পরিস্থিতি দেখা দেয়। সকালে কাজে যোগ দেওয়ার পর আরও বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুই দিনে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে কারখানা এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে বিকেলে কারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
অসুস্থ শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, তাঁদের ধারণা কারখানার ট্যাংকির পানি পান করেই শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম জানান, শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং সবাই এখন চিকিৎসাধীন। শ্রমিকদের আতঙ্ক দূর করতেই কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।



