কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম
কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে একরামপুর করগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, মো: আব্দুল শহীদ, মো. আব্দুস সাত্তার ও মো. আলমগীর কবীর ও মটরযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন রেজি. নম্বর ঢাকা- ১৮৯৫ এর ২০২৫-২০২৮ সনের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন মো. হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি শাহাদাৎ হোসেন মন্টু, সহ-সভাপতি মো. দিনু মিয়া, সাধারণ সম্পাদক মো.দ্বীন আল ইসলাম উজ্জ্বল, সহ সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. আনিসুজ্জামান, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুর রহমান রনি,
কার্যকরী সদস্য যথাক্রমে (১) মো. শহিদুল ইসলাম জুয়েল, (২) মো. কবীর মিয়া, (৩) মো. কাঞ্চন মিয়া (৪) মো. সবুজ মিয়া নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ কিশোরগঞ্জের মোটরযান শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। কিশোরগঞ্জের জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে নিজেদের ন্যায্য দাবি প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।



