Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার ও আশেপাশের এলাকায় ৪.৯ মাত্রার ভূমিকম্প

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

কক্সবাজার ও আশেপাশের এলাকায় ৪.৯ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত

কক্সবাজার ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে অনুভূত হয়।

স্থানীয়রা জানান, কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার। প্রভাবিত অঞ্চলের মধ্যে রয়েছে মিয়ানমারের সাগাইং, উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই তথ্য প্রকাশ করেছে।

উখিয়ার কলেজ শিক্ষক মৃদুল শর্মা বলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হচ্ছিলো কম্পন তীব্র। কক্সবাজার শহরের গৃহিণী জোবাইদা করিম জানান, আচমকা ভূমিকম্পে পুরো বিল্ডিং কেঁপে ওঠে, কিছুটা ভয় পেয়েছিলেন তবে বড় কোনো ক্ষতি হয়নি।

গত কয়েক দিনে বাংলাদেশে এটি অষ্টমবার ভূমিকম্প অনুভূত হলো। এর শুরু হয়েছিল ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্প দিয়ে, যেখানে ঢাকাসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং ১০ জন নিহত হন। এরপর থেকে মাঝেমধ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন