খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজিবের উদ্যোগে জেলা শহরের চরশোলাকিয়া বনানী এলাকায় এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তালিমুল কুরআন নূরানী মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা রফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ শাওন বাবু,গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ আলম, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সাগর, ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এহসানুল হক তারেকসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজিব বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলেও জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি আরও বলেন, প্রিয় নেত্রী জীবনের তিন যুগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রীর জন্য দোয়া করা আজ আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশের কোটি মানুষের প্রত্যাশা তিনি আবার দৃঢ়ভাবে রাজনীতির মাঠে ফিরবেন ইনশাআল্লাহ। আজ পুরো দেশবাসী প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তাই তার দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে।



