খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
কয়েক দিন ধরে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে, যা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানান।
রিজভী বলেন, ম্যাডামের অবস্থায় এখনো কোনো উন্নতি নেই। তিনি আগের মতোই জটিল অবস্থায় আছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে তিনি জানান, মেডিকেল বোর্ড এখনো কোনো সুপারিশ দেয়নি।



