Logo
Logo
×

সারাদেশ

ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে ইসলামী ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে ইসলামী ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) আসরের নামাজের পর কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম ইসলামী ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন- সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন। তিনি বলেন, ফজলুর রহমান বিভিন্ন টকশো ও সামাজিক মাধ্যমে এমন কিছু মন্তব্য করেছেন, যা আলেম–উলামা ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তার উল্লেখযোগ্য কিছু মন্তব্যের বিরুদ্ধে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, এমন বিতর্কিত অবস্থান ও আচরণের কারণে হাওরবাসীর প্রতিনিধি হিসেবে তাকে মেনে নেওয়া সম্ভব নয়। প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে ধর্মপ্রাণ ও গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানাই।

এ সময় বক্তারা বলেন, আল্লামা আতহার আলীসহ (রহ.) বিভিন্ন ইসলামবিরোধী বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন ফজলুর রহমান। যা কোনোভাবেই সহ্য করা যায় না।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব মাওলানা উবায়দুল হক, সদস্য তাওহীদুর রহমান ফারুকী, মাওলানা এনাফুলকে হাক্কানী, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা শুহাইল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন