হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে শিশু নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান কাটার (হারভেস্টার) মেশিনের নিচে চাপা পড়ে মো. সাজ্জাদ হোসেন সাজিব নামে এক শিশু নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী মডেল থানার ওসি মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগী দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. সাজ্জাদ হোসেন সাজিব উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগী দক্ষিণ পূর্বপাড়া গ্রামের প্রবাসী মো. শাহজাহানের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগী দক্ষিণ পূর্বপাড়া গ্রামের এক কৃষকের জমিতে হারভেস্টার মেশিন নিয়ে আসেন আবুল কাসেম। ঘটনার সময় ওই মেশিন দিয়ে ধান কাটা হচ্ছিল। এ সময় শিশু সাজিব ধান কাটা দেখতে যায়। এ সময় চালক আবুল কাসেম হাভেস্টার মেশিন পেছনে গিয়ার দিলে অসাবধানতার কারণে হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে শিশুটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাজিবকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুরটির মৃত্যু হয়। তার মাথা ও পিঠে আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কটিয়াদী মডেল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, ধান কাটা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



