Logo
Logo
×

সারাদেশ

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ

ছবি : সংগৃহীত

ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সম্পন্ন হয়েছে।  

শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ও সাধারণ সম্পাদক পদে ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা। 

শনিবার সকাল ১০ টা থেকে  বেলা ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নরসিংদী  প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬১ টি ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্ট হয়েছে।  নির্বাচনে সভাপতি পদে মাখন দাস পেয়েছেন ৪৩ ভোট ভোট ও প্রতিদ্বন্ধী প্রার্থী মো. হুমায়ুন কবীর শাহ পেয়েছে ১৩ ভোট। নির্বাচনে মাখন দাস ৩০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছে।  আর সাধারণ সম্পাদক পদে আসাদুল হক পলাশ ২৭ ভোট, সেলিম মিয়া ১৯ ভোট ও কামরুল ইসলাম কামাল পেয়েছেন ১০ ভোট। নির্বাচনে আসাদুল হক পলাশ ৮ ভোটের ব্যবধদনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. কাজী নজরুল ইসলাম, তার সহযোগীতায় ছিলেন নির্বাচন কমিশনার এম.এ মোমেন মিয়া ও এ্যাড. খন্দকার মেহেদী হাসান। 

নবনির্বাচিত নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস বলেন, আমাকে নির্বাচিত করায় প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলকে সাথে নিয়ে নরসিংদীর সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাবো।  ক্লাবের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা রক্ষায় দৃঢ় ভূমিকা রাখবে নরসিংদী প্রেস ক্লাব। স্বচ্ছতা, ন্যায় ও দায়িত্বশীলতার সাথে প্রেস ক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন