Logo
Logo
×

সারাদেশ

নার্সদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

নার্সদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের চিকিৎসার অবহেলায় মো. মাহতাব নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব (৫০) সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পূর্ব জিনারাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্বজনরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাহতাব। পরে পরিবারের লোকজন তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ভর্তি করান। ভর্তি করার পর প্রয়োজনীয় ঔষধ এনে দেওয়ার পরও দায়িত্বে থাকা নার্সরা কোনো চিকিৎসা দেননি। কয়েকবার ডাকাডাকির পরও নার্সরা রোগীর কাছে না আসায় কিছুক্ষণ পরই মাহতাব মারা যান। ঘটনার পর দায়িত্বে থাকা নার্স টুম্পা রানী সিং ও রুমা আক্তার ওয়ার্ড ছেড়ে পালিয়ে যায়। ডিউটি খাতা পর্যালোচনা করেও তাদের অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

এদিকে মাহতাব মৃত্যুর খবরে তাদের আত্মীয়রা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে বিক্ষোভ করেন তারা। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নিহতের ছেলে রাসেল অভিযোগ করে বলেন, নার্সদের গাফিলতির বিষয়ে চিকিৎসককে অবগত করতে গেলে তিনি উল্টো তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী এসে স্বজনদের আটকে রাখা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের চেষ্টা চালায়। আমরা চিকিৎসকের কাছে ভালো হওয়ার জন্য রোগী নিয়ে আসলে লাশ হয়ে ফিরতে হয়, এটি দুর্ভাগ্যজনক। কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছে। এভাবে তো একটি হাসপাতাল চলতে পারে না।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, নার্সদের চিকিৎসার অবহেলায় রেগীর মৃত্যুর খবর পেয়ে মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। তারা গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলতেছি। এখনও তেমন কিছু বলতে পারছি না। তাদের সকলের কথা শুনে পরে বিস্তারিত বলতে পারব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন