সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় বালিয়াগট্টি বাজার এলাকায় সংঘর্ষ শুরু হয়ে টানা চার ঘণ্টা ধরে আশপাশের গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর গ্রুপের মাঝে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। উভয়েই ফরিদপুর-২ আসনের বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক।
সকালেই দুই পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, ইটপাটকেল—নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ আরও তীব্র হয়ে কয়েকটি গ্রামের লোকজন এতে যোগ দেয়। এতে শতাধিক মানুষ আহত হয়। বহু বাড়িঘর ও দোকানে ভাঙচুর-লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে অনেকেই এখনও নিজ বাড়িতে আটকা আছেন।
হাবেলি গট্টি গ্রামের সত্তরোর্ধ্ব আলেপ শেখ নুরু গ্রুপের সমর্থক। কোপাঘাতে আহত হয়ে তিনি বাড়িতেই আটকা আছেন। তাঁর স্বজন কবির হোসেন বলেন, ‘বৃদ্ধ মানুষটি বাড়িতেই ছিলেন। তাঁকে বাড়ি থেকে বের করারও উপায় নেই।’
এদিকে জাহিদ মাতুব্বর গ্রুপের সমর্থক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে পাঁচটি গরু লুট করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সালথা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) এসআই মারুফ হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’



