Logo
Logo
×

সারাদেশ

বগুড়া বার সমিতির নির্বাচনে ১০ পদে বিএনপির জয়

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

বগুড়া বার সমিতির নির্বাচনে ১০ পদে বিএনপির জয়

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টির মধ্যে ১০টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাকি তিনটি পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে রেজাউর রহমান ৪৫১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে এটি তার চতুর্থবারের পুনর্নির্বাচন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম); যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না); লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার। কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে চারটিতে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।

অন্যদিকে, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ- সিরাজুল প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন–ক্রীড়া–সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরী সদস্য একটি পদে বাবুল রহমান বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত গওহর আলী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন