মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে লিমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটছে৷
লিমন উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লিমন ও নাঈম দুই বন্ধু মিলে বাড়ির পাশেই একটি গর্ত সেচ দিয়ে মাছ শিকারের জন্য যায়৷ এর পাশেই ছিলো বিদ্যুৎচালিত একটি মোটর পাম্প। পাইপ লাগিয়ে পানি সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে মুহূর্তে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ এক পর্যায়ে দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত লিমনের বাবা কুদ্দুস বলেন, ছয়মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল ছেলে। স্ত্রী তিনমাসের অন্তঃসত্ত্বা রয়েছে৷ সকালে দুই বন্ধু মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
কটিয়াদী মডেল থানার এসআই সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পর্শে লিমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।



