Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ

ফাইল ফটো

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ চার শিশু নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন, আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন ও আতিক হোসেন।

নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে আখি খাতুন চতুর্থ শ্রেণি ও বাকি তিনজন প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন বলেন, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাঁচজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা।

নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯ নম্বর ওয়ার্ডের অষ্টমির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সেখানে লোকজন তাদেরকে রাত হওয়ায় উদ্ধার করতে পারেনি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন