ছবি : সংগৃহীত
বগুড়ায় বাস তল্লাশি করে ২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের পায়ে স্কচটেপ পেচানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিপা আক্তার (৩০) ও তার ভাবি খুলনা জেলার রূপসা থানার নুর-নাহার (৪০)। তারা সম্পর্কে ননদ-ভাবি।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে দেহ তল্লাশিতে তাদের পায়ে স্কচটেপে প্যাঁচানো ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



