Logo
Logo
×

সারাদেশ

সকালের আগুনে কৃষকের ঘর পুড়ে ছাই

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

সকালের আগুনে কৃষকের ঘর পুড়ে ছাই

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে হঠাৎ আগুনে মো. দিলসাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘরে তখন একাই ছিলেন ৮৭ বছর বয়সী আবুল হোসেন। আগুন ছড়িয়ে পড়ায় তিনি আঘাতপ্রাপ্ত হন। প্রতিবেশীরা দ্রুত ছুটে গিয়ে তাকে ঘর থেকে উদ্ধার করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আগুনে সেলাই মেশিন, খাট, লেপ-কম্বল, কাঁথা, আলনা, প্লাস্টিকের ড্রাম, খাবারের চালসহ ঘরের প্রায় সব আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০–৭০ হাজার টাকা।

প্রতিবেশী নারী-পুরুষ বালতি ও কলসিতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত উপস্থিতির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বৃদ্ধ আবুল হোসেন জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে সচেতন মহল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন