জোটের অজুহাতে আমাকে বাদ দিলে আমার প্রতি অবিচার হবে : ইকবাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৫ এএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, জোটের অজুহাতে আমাকে বাদ দিলে সেটা আমার প্রতি অবিচার হবে। কারণ আসনটি বিএনপির ঘাঁটি, সুষ্ঠু প্রতিটি নির্বাচনে এখান থেকে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার ডাকবাংলো মাঠে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশে এ কথা বলেন তিনি।
শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, দলের দুর্দিনে আমি বাজিতপুর-নিকলী দুই উপজেলাতেই নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকেছি। নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা মোকাবেলা করেছি। আমিও একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছি।
সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতিতে ইকবালের অবদান থাকায় তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইকবালকে ছাড়া মনোনয়ন দেওয়া হলে এ আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর-নিকলী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন ইকবাল। দুঃসময়ে ইকবাল ভাই দলের নেতা-কর্মীদের আগলে রেখেছেন, ধানের শীষ প্রতীক তাকেই মানায়।
দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশের আয়োজন করে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। বিকেল ৪টায় সমাবেশ শুরু হয়। এর আগে বিকেল থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। বিকেল নাগাদ বিশাল ডাকবাংলো মাঠ কানায় কানায় ভরে যায়।
উল্লেখ্য, বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সম্ভাব্য প্রার্থীগণ নিকলী-বাজিতপুর এলাকায় মিছিল-মিটিং শোডাউন, মানববন্ধন, সমাবেশ, এমনকি মশাল মিছিল কর্মসূচি করে যাচ্ছেন।



