সারা দেশে শীতের দাপট বাড়ছে: শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
দেশজুড়ে শীত ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। উত্তরাঞ্চলের মতোই অন্যান্য জেলাতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নভেম্বরের মধ্যভাগ থেকেই তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থির রয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি।
অন্য বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা ছিল—রাজশাহীতে ১৫, রংপুরে ১৭ দশমিক ৫, সিলেটে ১৫ দশমিক ৫, চট্টগ্রামে ১৯, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে ২৯ নভেম্বরের পর থেকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।



