Logo
Logo
×

সারাদেশ

অপেক্ষার অবশান, বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রার্থীদের ঐক্য

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

অপেক্ষার অবশান, বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রার্থীদের ঐক্য

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৬টি আসনের চারটিতে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ ঘোষণায় ঐক্যের সুর দেখা গেছে বিএনপির তৃণমূলে। চাঙা হয়েছে রাজনীতির মাঠ। দলীয় প্রার্থীর পাশাপাশি প্রাথমিক মনোনয়ন বঞ্চিত নেতারাও মাঠে রয়েছেন। চূড়ান্ত মনোনয়নের আশায় তারাও ভোটের মাঠে সরব থাকছেন। তবে ফাঁকা আসন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি মনোনয়ন দেননি কাউকে। তবে এই আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মনোনয়ন না পাওয়ায় হতাশ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সকল নেতাকর্মীরা। চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় দলের নেতাকর্মীরা এখনো মাঠে। তবে তারা শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই মাঠে থাকবেন বলে জানিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মওলাগঞ্জ মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছে। এই প্রথম বহু বছর পর দলীয় কোন্দল মিটিয়ে বিএনপির সব নেতাকর্মী একমঞ্চে সমবেত হয়েছেন। ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ৪ কেন্দ্রীয় নেতা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী যে-ই হোক তারা তার পক্ষেই কাজ করবেন। অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন চার মনোনয়নপ্রত্যাশী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির তিন সদস্য সাবেক এমপি এমএ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, ভিপি মজিব, জালাল উদ্দিন বাদল প্রমুখ।

প্রধান অতিথি সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। ধানের ঘাঁটিতে ডান-বামেরা ভুট্টা চাষ করতে চায়, সেটি হবে না। ধানের শীষের ঘাটিতে অন্য কারো ঠাঁই হবে না।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, আপনারা জানেন বাঞ্ছারামপুরের মানুষ কী চায়? বাঞ্ছারামপুরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে। আমরা আজ ঐক্যবদ্ধ বিএনপি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব এবং বিএনপির ঘাঁটি খ্যাত বাঞ্ছারামপুর আসন থেকে তাকে বিজয়ী করে আনব।

নির্বাহী কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া বলেন, কোনো জোটের শরীক প্রার্থী বা কোনো ডান-বামের প্রার্থীকে বাঞ্ছারামপুরের জনগণ মেনে নেবে না। ধানের শীষের যার হাতে, বাঞ্ছারামপুরের জনগণ তার সঙ্গে।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আপনারা ধৈর্য ধরুন, অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আপনাদের মুখে হাসি ফুটাব, ইনশাআল্লাহ। বহু বছর পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষের প্রার্থী আমাদের দিতেই হবে। ধানের শীষের চূড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা সবাই কাজ করব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন