ছোনকা কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খায়রুল একাদশের জয়
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে খায়রুল ফুটবল একাদশ শেরপুর ৩-০ গোলে পরাজিত করে আরিস ফুটবল একাদশ সিরাজগঞ্জকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের। পুরস্কার বিতরণ করেন শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও গোলাম মো.সিরাজের ছেলে সিরাজ রব্বানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল ম্যাচে বিজয়ী দল খায়রুল ফুটবল একাদশকে একটি ফ্রিজ এবং রানার্সআপ আরিস ফুটবল একাদশকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।



