বগুড়ায় অসুস্থ দুই নেতাকে তারেক রহমানের আর্থিক সহায়তা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় কিডনি ও হৃদরোগে আক্রান্ত দলের দুই সাবেক নেতাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৬ নভেম্বর) শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
দলের অসুস্থ ও দুঃস্থ কর্মীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারেক রহমানের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিনিধি দল অনুদান হস্তান্তর করে।
শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় অনুদান গ্রহণ করেন কিডনি রোগে আক্রান্ত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ আলম রোবা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এবং নিয়মিত ডায়ালেসিস করাতে হয়। তার অসুস্থতার কথা জানতে পেরে তারেক রহমান ব্যক্তিগতভাবে সহায়তার নির্দেশ দেন।
অন্যদিকে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ায় চিকিৎসা সহায়তা দেওয়া হয় হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজকে। সম্প্রতি তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। ব্যয়বহুল চিকিৎসার কারণে তিনি আর্থিক সংকটে পড়েছিলেন।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, শেরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা হাসান মারুফ শিমুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা জানান, দলের যে কোনো অসুস্থ নেতাকর্মীর পাশে ভবিষ্যতেও আমরা বিএনপি পরিবার থাকবে।



