ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
গ্রেপ্তার আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গাড়ি চালকের নাম জামশেদ শেখ। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। এর আগে ত্বকী হত্যার ঘটনায় রবিবার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। র্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে রিমান্ডে তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা।
২০১৩ সালের ৬ মার্চ বিকালে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ত্বকীর বাবা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী।
অভিযোগ রয়েছে, ত্বকী হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন আজমেরী। তার ‘টর্চার সেলে’ নির্মম নির্যাতনে ত্বকীকে হত্যা করা হয়।