দেশের বর্তমান সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি করা : মামুনুল হক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের বর্তমান সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি করা। ইন্দিরা গান্ধীর কথা মতো তাদের দেশের সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এভাবে হাজার হাজার মানুষের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরে বাংলাদেশ খেলাফত মজলিশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খেলাফত মজলিশের হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ঈদগাহ ময়দানে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, ৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে রাখা হয়েছিল বলে ২৪ এর গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত ২৪ এর গণ-অভ্যুত্থান বুঝিয়ে দিয়েছে এদেশে আর ভারতের আধিপত্যবাদ যেমন চলবে না, তেমনি ৭২ এর সংবিধানও চলবে না। আগামী বাংলাদেশ গড়ে উঠবে ৪৭, ৭১ আর ২৪ এর চেতনার ভিত্তিতে।
আগামী সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে জুলাই সনদ জিতে যাবে ও বাস্তবায়িত হবে। হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে ৪৭ দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে এবং দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে।
খেলাফত মজলিসের আমির বলেন, বিগত সরকারগুলোর আমলে শুধু শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু রিকশাচালক, নৌকার মাঝি, কৃষক-শ্রমিক, মেহনতি মজদুর মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই।
মাওলানা মামুনুল হক আগামী সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসাবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসাবে হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।



