ছবি : সংগৃহীত
পাবনার সুজানগর উপজেলায় ট্রাকচাপায় বাবা–মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের আমিনপুর থানার চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নান্দীয়ারা গ্রামের মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। জব্দুল সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, বিকেল ৫টার দিকে পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এরপর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



