নতুন ওষুধ ডিজাইনে গবেষণার তাগিদ: বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি এর উদ্যোগে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজের ২ নং গ্যালারীতে সকাল ১০ টায় “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে নতুন ওষুধ ডিজাইনের কৌশল” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় সেমিনারের প্রধান অতিথি ছিলেন সোসাইটির আহবায়ক অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডা. সাইয়্যেদা সুলতানা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা, এর কারণ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ এফ মোহাম্মদ শফিকুল আলম। তিনি “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে নতুন ওষুধ ডিজাইনের কৌশল” বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্ভাব্য গবেষণা ও উদ্ভাবনের দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা। এছাড়া আলোচনায় অংশ নেন ডা. আজমেরী মমতাজ লিজা, ডা. মো. হাসান শরীফসহ দেশের বরেণ্য ফার্মাকোলজিস্টবৃন্দ।
বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান বিশ্বে এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। এজন্য প্রয়োজন নতুন প্রজন্মের ওষুধ উদ্ভাবন, সচেতনতা বৃদ্ধি এবং যৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের কঠোর নীতি প্রয়োগ। সেমিনারে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের তাৎপর্যপূর্ণ অংশগ্রহণে আলোচনা হয় এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।



