Logo
Logo
×

সারাদেশ

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের কম্বল গোডাউনের আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের কম্বল গোডাউনের আগুন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একটি কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে চারতলা ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যবসায়ীরা জানান, ভবনের ওপরের তলায় কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন ছিল। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোডাউনগুলো বন্ধ থাকায় কেউ আটকা পড়েনি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, গুদামে প্রচুর কম্বল ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিমউদ্দিন জানান, দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত নিরূপণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন